শেষকৃত্যে মদপান, ৮ নারীসহ ১০ জনের মৃত্যু

শেষকৃত্যে মদপান, ৮ নারীসহ ১০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

ঘটনা কম্বোডিয়ার পুরসাত প্রদেশের। শেষকৃত্যানুষ্ঠানে গিয়ে স্থানীয়ভাবে তৈরি করা চোলাই মদ পান করে ১০ জনের মৃত্যু হয়েছে। ওই মদে উচ্চ মাত্রায় মিথানলের উপস্থিত ছিল বলে সন্দেহ করছে স্থানীয় পুলিশ। খবর দ্য স্টারের।

দেশটির পুরসাত প্রদেশের ক্রাকর জেলার আনসার চাম্বাক কমিউনের তিনটি গ্রামে বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। ক্রাকর জেলার পুলিশ প্রধান কর্নেল এম রান বলেছেন, তাদের একজন প্রতিবেশীর শেষকৃত্যানুষ্ঠানে গিয়ে চোলাই মদপান করেন।

বার্তা সংস্থা শিনহুয়াকে টেলিফোনে তিনি বলেন, এ ঘটনায় আট নারী ও দুই পুরুষসহ ১০ জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীদের চোখ জ্বালাপোড়া, বুক ব্যথা, শ্বাসকষ্ট, মাথা ঘোরানো, মাথা ব্যথা ও ক্লান্তির মতো লক্ষণ ছিল।

তিনি আরও বলেন, ওই বিষাক্ত মদের নমুনা পরীক্ষার জন্য রাজধানী নমপেমের একটি ল্যাবে পাঠানো হয়েছে। ফলাফল এখনও আসেনি।


আরও পড়ুন


ক্ষমতায় যেতে এবার রোহিঙ্গাদের নাগরিকত্বের টোপ!

টিকটকারদের ভয়ংকর ফাঁদ, কয়েকশ জনকে খুঁজছে পুলিশ

এখনও ফ্রান্সের প্রধান অস্ত্র ক্রেতা সৌদি আরব

পাপারাজ্জি থেকে বাঁচতে মেয়েকে বুকে চেপে ধরলেন আনুশকা


এদিকে এই মদ তৈরির ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত জেলায় চোলাই মদ বিক্রি বন্ধের পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

পুরসাত প্রদেশের স্বাস্থ্য বিভাগের পরিচালক খোয় দি মদপানে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। দামে সস্তা হওয়ায় দেশটির গ্রামাঞ্চলে স্থানীয় চোলাই মদ বেশ জনপ্রিয়।

news24bd.tv / নকিব