খুলনার চার থানায় সপ্তাহব্যাপী কঠোর বিধি-নিষেধ আরোপ

খুলনার চার থানায় সপ্তাহব্যাপী কঠোর বিধি-নিষেধ আরোপ

অনলাইন ডেস্ক

খুলনার চার থানায় সপ্তাহব্যাপী কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। আজ শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এ বিধি-নিষেধ চলবে ১০ জুন পর্যন্ত।

করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ বিধি-নিষেধ শুরু হয়েছে। প্রথম দিন সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিরাপত্তা চৌকি বসিয়েছে প্রশাসন।

সংক্রমণের আধিক্য বিবেচনায় খুলনা মহানগরীর সদর, সোনাডাঙ্গা, খালিশপুর থানা ও রূপসা উপজেলায় জরুরি সেবা ব্যতীত সব দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ রয়েছে।


বরফ গলে আয়তন কমছে আইসল্যান্ডের!

লাউডস্পিকারে আজান বন্ধের যে ব্যাখ্যা দিল সৌদি আরব

ইরানে জাহাজডুবি, কয়েক ঘন্টা পরেই তেল শোধনাগারে আগুন

সীমান্ত পেরিয়ে আসা বিড়াল-কবুতর মেরে ফেলার নির্দেশ কিমের


শুক্রবার সকালে নগরীর বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায়, অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখে মাস্ক নেই। কেউ মানছেন না শারীরিক দূরত্ব। তবে সাপ্তাহিক ছুটি থাকায় নগরীর রাস্তাঘাটে লোক সমাগম কম রয়েছে।

বিধি-নিষেধে বলা হয়েছে- কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় মুদি দোকান বিকেল পাঁচটা পর্যন্ত খোলা রাখা যাবে। ক্রেতা-বিক্রেতাদের বাধ্যতামূলক মাস্ক পরিধান ও ন্যূনতম তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করতে হবে। ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা রাখা যাবে।

news24bd.tv / কামরুল