দায়বদ্ধতা নেই, তাই বাজেটে জনস্বার্থের প্রতিফলন ঘটেনি: ড. রেজা কিবরিয়া

দায়বদ্ধতা নেই, তাই বাজেটে জনস্বার্থের প্রতিফলন ঘটেনি: ড. রেজা কিবরিয়া

অনলাইন ডেস্ক

জনগণের সমর্থনবিহীন সরকারের রাষ্ট্রের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, তাই তাদের এই বাজেটে জনস্বার্থের কোনো প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও গণফোরামের সাবেক মহাসচিব ড. রেজা কিবরিয়া। বৃহস্পতিবার এবি পার্টি আয়োজিত ২০২১-২২ অর্থবছরের বাজেটোত্তর অনলাইন ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এসএম কিবরিয়াপুত্র রেজা বলেন, ‘এই বাজেটে জনগণকে কোভিডের মহাসংকট থেকে রক্ষার দিকনির্দেশনা নেই। দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার ইঙ্গিত আছে।

তিনি বলেন, ‘সরকারের দেওয়া সব পরিসংখ্যান, করোনায় মৃত্যুর সংখ্যা, সবাইকে টিকা দেওয়ার অঙ্গীকার, এগুলো সবই ২০১৮ সালের সংসদ নির্বাচনের মতোই ভুয়া মনে হচ্ছে। ’


আরও পড়ুন


ক্ষমতায় যেতে এবার রোহিঙ্গাদের নাগরিকত্বের টোপ!

টিকটকারদের ভয়ংকর ফাঁদ, কয়েকশ জনকে খুঁজছে পুলিশ

এখনও ফ্রান্সের প্রধান অস্ত্র ক্রেতা সৌদি আরব

পাপারাজ্জি থেকে বাঁচতে মেয়েকে বুকে চেপে ধরলেন আনুশকা


ড. রেজা কিবরিয়া আরও বলেন, ‘বড় প্রকল্পে লুটপাটের সুযোগ বেশি তাই সরকার গরীবদের প্রণোদনায় আগ্রহ দেখায় না। বাজেটে কোনো ভিশন নেই এবং এ বিপদের সময় অর্থমন্ত্রী কোনো কারিশমা দেখাতে পারেননি। ‘

news24bd.tv / নকিব