বাজেট নিয়ে বিএনপি-সিপিডি একই মন্তব্য করে আসছে  : তথ্যমন্ত্রী

বাজেট নিয়ে বিএনপি-সিপিডি একই মন্তব্য করে আসছে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি এবং সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি, প্রতি বছর একই মন্তব্য করে আসছে বলে জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এই দুটি সংগঠনের নেতাদের বাজেট প্রতিক্রিয়া শেখানো বুলির মতো বলে মনে করেন তথ্যমন্ত্রী।

শুক্রবার (০৪ জুন) প্রস্তাবিত বাজেট নিয়ে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসায় সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

বাজেটে সাধারণ মানুষের জন্য কিছু নেই বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ করেন।

অন্যদিকে বিশাল এ ঘাটতির অর্থ সংস্থান নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।

গত বছর যুক্তরাষ্ট্রে জিডিপির তুলনায় বাজেট ঘাটতি ছিল ১৫ দশমিক ২ শতাংশ, যুক্তরাজ্যে ১৪ দশমিক ৩ শতাংশ, জাপানে ১২ দশমিক ৬২ শতাংশ, প্রতিবেশী দেশ ভারতে ৯ দশমিক ৩ শতাংশ, আর সেখানে বাংলাদেশে এই ঘাটতি মাত্র ৬ দশমিক ২ শতাংশ বলেও এসময় উল্লেখ করেন মন্ত্রী।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের দেওয়া বাজেট ছিল ৮৮ হাজার কোটি টাকা আর এবারের প্রস্তাবিত ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট সেই তুলনায় ৮ গুণ বেড়েছে, যা গত সাড়ে ১২ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভূতপূর্ব অগ্রগতির নজির।

news24bd.tv/আলী