নোয়াখালী পৌরসভাসহ ছয় ইউনিয়নে চলছে এক সপ্তাহের লকডাউন

নোয়াখালী পৌরসভাসহ ছয় ইউনিয়নে চলছে এক সপ্তাহের লকডাউন

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী পৌরসভাসহ জেলার ছয়টি ইউনিয়নে এক সপ্তাহের বিশেষ লকডাউন শুরু হয়েছে। জেলায় পুলিশ রয়েছে সতর্ক অবস্থায়।

শনিবার (৫ জুন) ভোর ৬টা থেকে লকডাউন শুরু হয়। যা চলছে আগামী শুক্রবার ( ১১ জুন) রাত ১২টা পর্যন্ত।

এর আগে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শুক্রবার (৪ জুন) বিকেলে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় জেলা প্রশাসক খোরশেদ আলম খান এক সপ্তাহের লকডাউনের ঘোষণা দেন।

সভায় জানানো হয়, নোয়াখালীতে গত কয়েক সপ্তাহে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভার সবকটি ওয়ার্ড ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে লকডাউন চলবে। ইউনিয়নগুলো হলো নোয়ান্নই, কাদির হানিফ, বিনোদপুর, নোয়াখালী, অশ্বদিয়া ও নেয়াজপুর। এসব ইউনিয়নের অভ্যন্তরে সব ধরনের দোকানপাট ও যানবাহন বন্ধ থাকবে।

বাইরের কোনো এলাকা থেকে পণ্যবাহী গাড়ি ছাড়া কোনো যানবাহন এলাকায় প্রবেশ করতে পারবে না।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, লকডাউন চলাকালে পৌরসভা এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবায় নিয়োজিত যানবাহন লকডাউনের আওতায় থাকবে না। জেলা শহরের সোনাপুর বাসস্ট্যান্ড সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে পৌরসভার বাইরের এলাকা থেকে দূরপাল্লার গাড়ি যাত্রী পরিবহন করতে পারবে।

আরও পড়ুন:

 কারাগারে ছেলের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত চেয়ে বাবার মামলা

 বজ্রপাতে একদিনে প্রাণ গেল ১০ জনের

 এবার ফেসবুকে ২ বছরের জন্য নিষিদ্ধ ট্রাম্প

 বজ্রপাত থেকে বাঁচতে করণীয়

 

এ সময় অন্যদের মধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, সিভিল সার্জন মাসুম ইফতেখার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শামসুউদ্দিন জেহান, অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

 news24bd.tv নাজিম