কৃষ্ণসাগরে ১৩৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস খুঁজে পেয়েছে তুরস্ক

কৃষ্ণসাগরে ১৩৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস খুঁজে পেয়েছে তুরস্ক

অনলাইন ডেস্ক

কৃষ্ণসাগরে আরও ১৩৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস আবিস্কার করেছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছর কৃষ্ণসাগরের পশ্চিমাঞ্চলে ৪০৫ বিলিয়ান ঘনমিটার প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করেছিল তুরস্ক। তুরস্কের তেল-গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ফাতিহ এই আবিষ্কার করে।

এটা ছিল তুরস্কের ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার।

নতুন ১৩৫ বিলিয়ন ডলার ঘনমিটার গ্যাস নিয়ে শুধুমাত্র ওই এলাকায় গ্যাসের পরিমাণ দাঁড়ালো ৫৪০ বিলিয়ন ঘনমিটারে।

তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, তেল-গ্যাস অনুসন্ধান এখনও চলছে। আমরা আশা করি ওই অঞ্চল থেকে আরও নতুন ভালো খবর আসবে।


আরও পড়ুন


ক্ষমতায় যেতে এবার রোহিঙ্গাদের নাগরিকত্বের টোপ!

টিকটকারদের ভয়ংকর ফাঁদ, কয়েকশ জনকে খুঁজছে পুলিশ

মা হচ্ছেন নুসরাত, নিজের নয় বলে মন্তব্য স্বামীর!

পাপারাজ্জি থেকে বাঁচতে মেয়েকে বুকে চেপে ধরলেন আনুশকা


তুরস্কের উত্তর উপকূল থেকে ১৭০ কিলোমিটার দূরে টুনা-১ এলাকায় ওই গ্যাসক্ষেত্র পাওয়া যায়। সেখানে আরও কিছু গ্যাসক্ষেত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে তারা।

এসব গ্যাসক্ষেত্র থেকে ২০২৩ সাল থেকে গ্যাস উত্তোলন শুরু করবে তুরস্ক।

news24bd.tv / নকিব