সামরিক ক্ষত সারাতে যুক্তরাষ্ট্রের কাছে ১ বিলিয়ন ডলার চেয়েছে ইসরাইল

সামরিক ক্ষত সারাতে যুক্তরাষ্ট্রের কাছে ১ বিলিয়ন ডলার চেয়েছে ইসরাইল

অনলাইন ডেস্ক

সম্প্রতি ফিলিস্তিন-ইসরাইল সংঘাতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। এই ত্রুটি সারাতে যুক্তরাষ্ট্রের কাছে দ্রুত এক বিলিয়ন ডলার চেয়েছে দেশটি। খবর আরব নিউজের।

হামাসের ছোড়া কয়েক হাজার রকেটের বেশিরভাগই আয়রন ডোম আটকে দিলেও বেশ কিছু রকেট তাদেরকে ফাঁকি দিয়ে ইসরাইলের মূল ভূখন্ডে আঘাত হানে।

এ কারণেই দ্রুত এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার ত্রুটি সারাতে মরিয়া দেশটি।

এ কারণে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জেরুজালেম সফরে আসলে তাকে এ ব্যাপারে অবহিত করেন ইসরাইলের সামরিক বিশেষজ্ঞরা।


আরও পড়ুন


ক্ষমতায় যেতে এবার রোহিঙ্গাদের নাগরিকত্বের টোপ!

টিকটকারদের ভয়ংকর ফাঁদ, কয়েকশ জনকে খুঁজছে পুলিশ

মা হচ্ছেন নুসরাত, নিজের নয় বলে মন্তব্য স্বামীর!

পাপারাজ্জি থেকে বাঁচতে মেয়েকে বুকে চেপে ধরলেন আনুশকা


সিনেটর গ্রাহাম ইসরাইলকে আশ্বস্ত করেন, তিনি ওয়াশিংটনে গিয়েই বিষয়টি নিয়ে মার্কিন সরকারের সঙ্গে আলোচনা করবেন। তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজের সঙ্গেও সাক্ষাৎ করেন।

সাউথ ক্যারলিনা থেকে নির্বাচিত সিনেটর গ্রাহাম বিদেশে মার্কিন সামরিক সহয়তা অনুমোদন কমিটির সদস্য।

news24bd.tv / নকিব