বাজেট নিয়ে উচ্ছ্বাস নেই শ্রমজীবীদের, চান কর্মের সুযোগ

Other

ভাগ্য বদলে প্রতিবারই দেয়া হয় বাজেট। কিন্তু সেই বাজেট নিয়ে খেটে খাওয়া শ্রমজীবীদের মাঝে নেই উচ্ছ্বাস। সরল স্বীকারোক্তিতে তারা চান নূন্যতম সহযোগিতা। সাধারণ মানুষের প্রত্যাশা প্রয়োজনী দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের।

কেউবা চাইছেন মহামারীর প্রভাবমুক্ত হয়ে কর্মের একটু সুযোগ।  

হোসনা বেগম। করোনায় কর্মহীন হয়ে পড়া গ্রামের এই শ্রমিক ছয় মাস আগেই কিশোরগঞ্জ থেকে ঢাকায় এসেছেন। বাজেট নিয়ে অতশত বোঝেন না।

শুধু কাজ আর একটু সহযোগিতাই চাইলেন।

হোসনার মত বাজেট নিয়ে নির্মোহ অন্য শ্রমিকরাও। এতবড় হিসেব-নিকেশের অভিঘাতে যারা শুধু একটু ভালোভাবে বেঁচে থাকার অবলম্বণ খোঁজেন।

করোনায় রিক্সাচালক কামালের আয় কমেছে। বাজেটে প্রত্যাশা নেই শুধু ফিরতে চান স্বাভাবিক অবস্থায়। আর অন্যদের দাবি দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে।

আরও পড়ুন:

 নবাবগঞ্জে ১০ জনের দেহে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত

কারাগারে ছেলের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত চেয়ে বাবার মামলা

 বজ্রপাতে একদিনে প্রাণ গেল ১০ জনের

 এবার ফেসবুকে ২ বছরের জন্য নিষিদ্ধ ট্রাম্প

এদিকে, ৫০তম বাজেটকে জীবন জীবিকার বাজেট বলা হলে এতে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই বলে জানালেন বিশেষজ্ঞরা।

তাই বাজেটে শ্রমজীবীদের স্বার্থ সুরক্ষা ও জনকল্যাণমুখী করার আহ্বান সকলের।

news24bd.tv নাজিম