পশ্চিমবঙ্গে মদের গাড়ি উল্টানোয় বোতল কুড়াতে জনতার ভিড়!

পশ্চিমবঙ্গে মদের গাড়ি উল্টানোয় বোতল কুড়াতে জনতার ভিড়!

অনলাইন ডেস্ক

ঘটনা ভারতের পশ্চিমবঙ্গের। রাস্তায় বিদেশি মদ ভর্তি এক টেম্পো উলটে যায়। প্রত্যক্ষদর্শীরা রাস্তা থেকে মদ কুড়াতে ছুটে আসে ঘটনাস্থলে। এরপর ঘটনাস্থলে রীতিমতো ভীড় জমে যায়।

লেগে যায় ট্রাফিক জ্যামও। খবর জি নিউজের।

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের খরিদা থেকে মালঞ্চের দিকে যাওয়ার সময় অতুলমনি স্কুলের কাছে ম্যাটাডোর ভর্তি বিদেশি মদের গাড়িটি উল্টে যায়। শেষ পর্যন্ত পরিস্থিতি সামলাতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

দুর্ঘটনা নিয়ে মানুষ যত না চিন্তিত, তার চেয়েও দীর্ঘদিন তৃষ্ণার্ত থাকা সুরা প্রেমীরা মদের বোতল কুড়োতেই ব্যস্ত হয়ে পড়ে। এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নিজেদের অবাক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকেই।

এর আগে অবশ্য গত ১ জুন থেকে খুলে দেয়া হয়েছে মদের দোকান। মদপানের আশায় তারা পৌঁছে গেছে দোকানেও। কার্যত দোকানে দোকানে মদের জোগান দিতে সাপ্লাই দেয়া হচ্ছে মদ।

তবে অতিরিক্ত মাল বোঝাই থাকার জন্যই এই দুর্ঘটনা ঘটে বলে মনে করছে পুলিশ।

news24bd.tv / নকিব