ক্রেতা নেই রাজশাহীর সবচেয়ে বড় আমের হাটে

ক্রেতা নেই রাজশাহীর সবচেয়ে বড় আমের হাটে

Other

রাজশাহীর আমের সবচেয়ে বড় হাট বসে বানেশ্বরে। ভরা মৌসুমে সেখান উঠেছে প্রচুর আম। কিন্তু কারোনার কারণে ক্রেতা নেই। ফলে বাজারে দাম নেই আমের।

এতে খরচও উঠছে না আমচাষি ও বাগান মালিকদের। চাষিরা বলছেন, এই মুহূর্তে বাজার ভরা আমে। কিন্তু ক্রেতা না আসায় হতাশ তারা।  

শনিবার নির্ধারিত হাটের দিন।

আমের মৌসুমে এসময় পা ফেলার জায়গা থাকে না। কিন্তু বানেশ্বর আম হাট ঘুরে দেখা গেছে ক্রেতার হাহাকার। সকাল থেকেই আম নিয়ে বাজারে আসেন স্থানীয় আমচাষি ও বাগান মালিকরা। কিন্তু ক্রেতা নেই আগের মতো।

এখন বাজার ভরা হিমসাগর বা ক্ষিরসাপাত আমে। এই জাতের আম নামছে ২৫ মে থেকে। এছাড়া নামছে লক্ষণভোগ বা লখনা। প্রায় শেষের দিকে গোপালভোগ। নতুন করে নামতে শুরু করেছে ল্যাংড়া।

আরও পড়ুন


এবার ইন্দোনেশিয়ান ভাষায় হিরো আলমের বিরহের গান (ভিডিও)

টিকটকারদের ভয়ংকর ফাঁদ, কয়েকশ জনকে খুঁজছে পুলিশ

মা হচ্ছেন নুসরাত, নিজের নয় বলে মন্তব্য স্বামীর!

পাপারাজ্জি থেকে বাঁচতে মেয়েকে বুকে চেপে ধরলেন আনুশকা


news24bd.tv / কামরুল