কাতারে সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চট্টগ্রাম সমিতির সংবাদ সম্মেলন

কাতারে সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চট্টগ্রাম সমিতির সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক

কাতারে চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক ইউসুফের বিরুদ্ধে নির্দিষ্ট সময়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না দেয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে সংগঠনের পদ থেকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম সমিতির নেতৃবৃন্দ।

কাতারের রাজধানী দোহার নিউ জামান রেস্টুরেন্টে এসময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি  মোস্তফা কামাল। নাছির উদ্দিন চৌধুরীর পরিচালনায় এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হাসান মাবুদ, অধ্যাপক তপন মহাজন, ইসমাইল মনসুর, হারুনুর রশিদ, ফজল কাদের, নাছের, দিদারুল ইসলামসহ অনেকেই।

দীর্ঘ ছয় মাসেও পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা না দেওয়ার ব্যর্থতার দায়ে ইউসুফকে অব্যহতি দিয়ে শিগগিরই নতুন সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংগঠনের সভাপতি মোস্তফা কামাল।

news24bd.tv/আলী