৪ হাত, ৪ পা নিয়ে জন্ম নেওয়া শিশুটি সুস্থ আছে: চিকিৎসক

৪ হাত, ৪ পা নিয়ে জন্ম নেওয়া শিশুটি সুস্থ আছে: চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় চার হাত আর চার পা নিয়ে জন্ম নেওয়া ছেলে শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন জন্মের পর শিশুটি স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেছে এবং মায়ের দুধও পান করেছে।

শিশুটির বাবার নাম গোলাম রব্বানী। তিনি কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা।

তিনি দিনমজুরির কাজ করেন।

গোলমা রব্বানী জানান, শুক্রবার (৪ জুন) ভোর রাতে উপজেলার বীরগঞ্জ ক্লিনিক নামের একটি বেসরকারি হাসপাতালে শিশুটির জন্ম হয়।

তিনি বলেন, “চার হাত ও চার পা রয়েছে তার। সেখানকার চিকিৎসক রংপুর আনার পরামর্শ দিয়েছেন।

তাই নিয়ে এসেছি। জানি না কী হবে। ”

 বিনিয়োগ আকর্ষণে ‘বাংলাদেশ আইটি কানেক্ট-ইউকে ডেস্ক’ চালু

 রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মহিদুল হাসান মারুফ জানান, “এটি একটি বিরল ঘটনা, যা আগে আমি কখনও দেখিনি। তবে শিশুটি সুস্থ আছে। মায়ের দুধও পান করেছে। আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। সিনিয়র চিকিৎসকের পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ”

news24bd.tv নাজিম