গ্রেপ্তারের কয়েক ঘন্টা পর মুক্ত আল-জাজিরার সাংবাদিক

গ্রেপ্তারের কয়েক ঘন্টা পর মুক্ত আল-জাজিরার সাংবাদিক

অনলাইন ডেস্ক

আল-জাজিরার নারী সাংবাদিক গিভারা বুদেইরিকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে ইসরায়েলি পুলিশ। অবরুদ্ধ পূর্ব জেরুজালেমের নিকটবর্তী এলাকা শেখ জাররাহ থেকে আন্দোলনের খবর সংগ্রহ করতে গেলে শনিবার (৫ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাকে মারধর এবং তার ব্যবহৃত জিনিস ভাঙচুর করা হয়। গিভারা বুদেইরি আল-জাজিরার জেরুজালেম প্রতিনিধি হিসেবে কর্মরত।

বুদেইরিকে গ্রেপ্তারের সময় তার গায়ে ‘প্রেস’ লেখা জ্যাকেট পরনে ছিলো। এমনকি হয়রানি এড়াতে তিনি ইসরায়েলি কর্তৃপক্ষের দেওয়া প্রেস কার্ডও দেখিয়েছিলেন পুলিশকে।


আরও পড়ুন


এবার ইন্দোনেশিয়ান ভাষায় হিরো আলমের বিরহের গান (ভিডিও)

ইসরাইলি জাহাজের পণ্য খালাসে অস্বীকৃতি মার্কিন বন্দর শ্রমিকদের

জুকারবার্গকে আর হোয়াইট হাউসে ডিনারে ডাকবেন না ট্রাম্প

স্বামী বিদেশে, অন্তরঙ্গ অবস্থায় ধরা পরকীয়া প্রেমিকের সঙ্গে গৃহবধূর বিয়ে


তবে কোন কারণ ছাড়াই এই নারী সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছিলো বলে জানান জেরুজালেম থেকে আল-জাজিরার আরেক সাংবাদিক হোদা আবদেল হামিদ।

তিনি বলেন, তাকে ক্রমাগত ধাক্কানো হচ্ছিল।

তখন সঙ্গে থাকা ক্যামেরাম্যান তার কাছে যাওয়ার চেষ্টা করলে ক্যামেরাটিও ভেঙে ফেলা হয়।

news24bd.tv / নকিব