যে শর্তে মুক্তি পেলেন আল-জাজিরার সাংবাদিক গিভারা বুদেইরি

যে শর্তে মুক্তি পেলেন আল-জাজিরার সাংবাদিক গিভারা বুদেইরি

অনলাইন ডেস্ক

আল জাজিরার সাংবাদিক গিভারা বুদেইরিকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে ইসরায়েলি পুলিশ। পূর্ব জেরুজালেমের শেখ জাররাহতে ফিলিস্তিনিদের একটি বিক্ষোভ নিয়ে প্রতিবেদন করার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিলো।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আল-জাজিরা জানায়, আগামী ১৫ দিন শেখ জাররাহতে বুদেইরি যেতে পারবেন না এমন শর্তে তাকে মুক্তি দিয়েছে ইসরায়েলি পুলিশ।

গিভারা বুদেইরি ২০০০ সাল থেকে আল জাজিরায় কর্মরত রয়েছেন। তাকে যখন ইসরায়েলি পুলিশ গ্রেপ্তার করে তখন তার গায়ে ‘প্রেস’ লেখা জ্যাকেট ছিল। ইসরায়েলি সরকারের প্রেস অফিসের কার্ডও তার সঙ্গে ছিল।

গিভারা বুদেইরি বলেন,  “তারা সবদিক থেকে আমাকে ঘিরে ফেলে।

আমি জানি না কেন। তারা আমাকে লাথি মারতে মারতে দেয়ালের দিকে নিয়ে যায়। তারা গাড়ির ভেতর আমাকে খুব বাজে ভাবে লাথি মারে… সবদিক থেকে তারা আমাকে লাথি মারতে থাকে। ”

আরও পড়ুন:

 আজিমপুর স্টাফ কোয়ার্টার থেকে ঢাবি ছাত্রীর লাশ উদ্ধার

 বিনিয়োগ আকর্ষণে ‘বাংলাদেশ আইটি কানেক্ট-ইউকে ডেস্ক’ চালু

 রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

 ৪ হাত, ৪ পা নিয়ে জন্ম নেওয়া শিশুটি সুস্থ আছে: চিকিৎসক

 

ফিলিস্তিনিরা ‘নাকসা’র ৫৪তম বার্ষিকী পালনের প্রতিবেদন করেছিলেন বুদেইরি। ১৯৬৭ সালে ইসরায়েল কর্তৃক পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা উপত্যকা দখলকে উল্লেখ করতে ‘নাকসা’ শব্দটি ব্যবহার করে ফিলিস্তিনিরা।

গ্রেপ্তারের কয়েক ঘন্টা পর মুক্ত আল-জাজিরার সাংবাদিক

আল-জাজিরার নারী সাংবাদিককে গ্রেপ্তার করলো ইসরায়েলি পুলিশ, মারধরের অভিযোগ

news24bd.tv নাজিম