কর্মসংস্থান তৈরিতে নতুন অর্থবছর ঘিরে মহাপরিকল্পনা নিয়েছে সরকার

Other

কর্মসংস্থান তৈরিতে নতুন অর্থবছর ঘিরে মহা পরিকল্পনা সরকারের। ২০২১-২২ অর্থবছরে প্রায় সাড়ে ৮ লাখ যুবককে প্রশিক্ষণের আওতায় আনা হবে। অর্থনীতি পুনরুজ্জীবিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ দেয়া হবে সাড়ে ৪ হাজার কোটি টাকা।  

যা বলা হয়েছে, অর্থ বিভাগের মধ্য মেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে।

অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বাজেটে অভ্যন্তরীণ উৎপাদন ও দেশীয় শিল্পের সুরক্ষায় যেসব কর ছাড় দেয়া হয়েছে, তার প্রকৃত বাস্তবায়ন এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার ওপর নির্ভর করবে নতুন কর্মসৃজন।  

দেশের অভ্যন্তরীণ উৎপাদনের চাকাকে সচল রাখতে নানা করছাড় ও প্রণোদনা দিয়ে ৬ লাখ ৩ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ব্যবসা বান্ধব বাজেটের মাধ্যমে ব্যবসায়ীরা উৎপাদনে গেলে মিটবে কর্মসংস্থানের চ্যালেঞ্জ এমন আশার কথাও জানিয়েছেন আ হ ম মুস্তফা কামাল।

প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থানে কী ধরনের কৌশল নেয়া হয়েছে, সেদিক লক্ষ্য রেখে সরকারের মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে বেশ কিছু কৌশলের কথা তুলে ধরেছে অর্থ বিভাগ।

 

যেখানে বলা হয়েছে, অর্থ বিভাগের স্কিল ফর এমপ্লয়মেন্ট প্রকল্পের মাধ্যমে প্রায় সাড়ে ৮ লাখ যুবককে প্রশিক্ষণ দেয়া হবে আসছে অর্থবছরে। এছাড়া দেশের বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থান তৈরিতে প্রশিক্ষণ দেয়া হবে সোয়া ৪ লাখ। যা কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে বলে মত পরিকল্পনামন্ত্রীর।

আরও পড়ুন:

 আজিমপুর স্টাফ কোয়ার্টার থেকে ঢাবি ছাত্রীর লাশ উদ্ধার

 বিনিয়োগ আকর্ষণে ‘বাংলাদেশ আইটি কানেক্ট-ইউকে ডেস্ক’ চালু

 রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

 ৪ হাত, ৪ পা নিয়ে জন্ম নেওয়া শিশুটি সুস্থ আছে: চিকিৎসক

 

গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে এবং কর্মসংস্থান বাড়াতে ব্যাংক, পিকেএসএফ ও আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় আসছে অর্থবছরে সরকার ঋণ বিতরণ করবে ৪ হাজার ৭০০ কোটি টাকা। তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরির বড় চ্যালেঞ্জ বাজেটে ঘোষিত শিল্প খাতে নীতি প্রণোদনার সুফল বাস্তবায়ন এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা।

হিসাব বলছে, দেশে প্রতিবছর প্রায় ২০ লাখ লোক কর্মবাজারে প্রবেশ করে। যদিও মহামারী করোনায় বেকার হয়েছেন প্রতি চারজন যুবকের একজন, যা প্রায় সাড়ে ২৭ দশমিক ৩৯ শতাংশ।

news24bd.tv নাজিম