দিনাজপুরে ট্রাক-অটোরিক্সা-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

দিনাজপুরে ট্রাক-অটোরিক্সা-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

Other

দিনাজপুরের বিরল উপজেলা সদর থেকে রাধিকাপুর স্থলবন্দর সড়কে ট্রাক-অটোরিক্সা-মটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ৪জন। নিহতদের একজন বিরল উপজেলার আব্দুল খালেক। তিনি মোটরসাইকেল আরোহী এবং অপরজন রংপুরের বদরগঞ্জ উপজেলার আজিজুল অটোরিক্সার যাত্রী।

আজ রোববার দুপুরে বিরল উপজেলার বিরল-নাড়াবাড়ী স্থলবন্দর সড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন:


চলমান বিধি-নিষেধ ‘লকডাউন’ বাড়ল ১৬ জুন পর্যন্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমল

কেবিনে স্থানান্তর করা হয়েছে বেগম খালেদা জিয়াকে

বঙ্গবন্ধু সেতু থেকে এ পর্যন্ত ৬ হাজার ৩৪৩ কোটি টাকা টোল আদায়


পুলিশ জানায়, দিনাজপুর থেকে দ্রুত গতিতে একটি ট্রাক নাড়াবাড়ী যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সাকে ধাক্কা দেয়।

এসময় পেছনে থাকা মোটরসাইকেল চালকও নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ওই দুজন নিহত হয়।

এসময় অটোর চালকসহ আরো ৪জন অটোর যাত্রী আহত হয়। তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিরল থানার ওসি ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

news24bd.tv তৌহিদ