কার্টুনিস্ট কিশোরকে নির্যাতনের কোন চিহ্ন পাওয়া যায়নি

কার্টুনিস্ট কিশোরকে নির্যাতনের কোন চিহ্ন পাওয়া যায়নি

অনলাইন ডেস্ক

চিকিৎসকদের মতে, কার্টুনিস্ট আহমেদ কবীর কিশোরকে নির্যাতনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তার শারীরিক পরীক্ষার জন্য গঠিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তিন চিকিৎসকের মেডিকেল বোর্ড এ তথ্য জানায়। শারীরিক পরীক্ষা শেষে গত ২০ মার্চ এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে।


আরও পড়ুনঃ

পিকনিক-বিয়ে-জন্মদিনের অনুষ্ঠানে মানা

চলমান বিধি-নিষেধ ‘লকডাউন’ বাড়ল ১৬ জুন পর্যন্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমল

কেবিনে স্থানান্তর করা হয়েছে বেগম খালেদা জিয়াকে


প্রতিবেদনে বলা হয়েছে, কিশোরের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

এ বিষয়ে চূড়ান্তভাবে নিশ্চিত হতে এবং পরবর্তী মূল্যায়নের জন্য আরও তদন্ত প্রয়োজন রয়েছে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল বলেন, তিন সদস্যের মেডিকেল বোর্ডের প্রতিবেদন দাখিল করা হয়েছে। নিয়মিত আদালতের কার্যক্রম শুরু হলে প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হবে। এরপর আদালত এ বিষয়ে পরবর্তী আদেশ দেবেন বলে জানান তিনি।

গত ১০ মার্চ নির্যাতনের অভিযোগে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে একটি মামলা করেন কিশোর। মামলায় ২০১৩ সালের নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে অভিযোগ আনা হয়। ওই দিন আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুলি তাপস কুমার পাল জানান, আইনশৃংখলা বাহিনী পরিচয়ে তাকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন। তবে মামলার আবেদনে কারও নাম উল্লেখ করেননি তিনি।

news24bd.tv/এমিজান্নাত