ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রোজদার আলী (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে। আজ রোববার সন্ধ্যার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোজদার আলী পার্শবতী কাজীপাড়া গ্রামের মৃত ফটিক আলীর ছেলে।
জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে ভাটই বাজার থেকে রোজদার আলী মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল।
সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সোহাগ শিকদার।
আরও পড়ুন:
চলমান বিধি-নিষেধ ‘লকডাউন’ বাড়ল ১৬ জুন পর্যন্ত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমল
কেবিনে স্থানান্তর করা হয়েছে বেগম খালেদা জিয়াকে
বঙ্গবন্ধু সেতু থেকে এ পর্যন্ত ৬ হাজার ৩৪৩ কোটি টাকা টোল আদায়
news24bd.tv / কামরুল