ত্বক ও চুলের যত্নে ডিম

ত্বক ও চুলের যত্নে ডিম

অনলাইন ডেস্ক

ডিমের গুনাগুন আমরা প্রায় সবাই জানি। কালে কালে ডিমের ব্যবহার হয়ে এসেছে রূপচর্চায়। আধুনিক বিজ্ঞানও ডিমকে দিয়েছে রূপচর্চার লাইসেন্স।

অ্যান্টি এজিং
ডিমের সাদা অংশে রয়েছে অ্যান্টি এজিং তথা বয়স কমানোর উপাদান।

১ চা চামচ সাদা অংশে ২-৩ চা চামচ পাটচৌলি তেল মিশিয়ে সারা মুখে মেখে নিন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন।

উজ্জ্বলতা বাড়াতে
এক চা চামচ সাদা অংশের সঙ্গে আধা চা চামচ মধু মেশান। ত্বকে নিয়মিত মাখলে উজ্জ্বলতা বাড়বেই।

মুখের ময়লা দূর করতে
এক চা চামচ ডিমের সাদা অংশের সঙ্গে এক চা চামচ চিনি ও এক চা চামচ কর্নস্টার্চ মিশিয়ে মুখে নিয়মিত মাখুন।

তেলতেলে ত্বক
যাদের ত্বক তৈলাক্ত তারা ডিমের সাদা অংশের সঙ্গে আধা চা চামচ লেবুর রস ও এক চা চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
 
ঝলমলে চুল
চুলকে চকচকে করতে দুটো ডিম নিন। এক টেবিল চামচ মধু ও ২ টেবিল চামচ দুধ নিন। সব ভালো করে মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

কন্ডিশনার
ডিমের সঙ্গে দই মেশালে তা চমৎকার কন্ডিশনারের কাজ করে।

আইব্যাগ
ডিমের সাদা অংশ ভালো করে হুইপ করে সেটা আইব্যাগে ব্রাশ করে নিন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

চুল ভাঙা রোধে
ডিমের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে ব্যবহার করলে তা রুক্ষ্ম চুলকে কোমল ও মসৃণ করবে।

news24bd.tv/এমিজান্নাত

এই রকম আরও টপিক