সাতক্ষীরায় পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২

সাতক্ষীরায় পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২

Other

সাতক্ষীরায় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় নারী-পুরুষসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৩ জন। আজ রোববার (৬জুন) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া ও তালা উপজেলার খলিশখালী ইউনিয়নে হরিণখোলা গ্রামে এই ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, হরিণখোলা গ্রামের আশুতোষ মণ্ডলের ছেলে কিশোর মণ্ডল (৩৮) ও  চৌবাড়িয়া গ্রামের বজলুর রহমানের মেয়ে রাবেয়া খাতুন (২০)।

আহতদের পরিচয় জানা যায়নি।  

স্থানীয়রা জানায়, কিশোর মণ্ডল বিকেলে ঘের থেকে বাড়িতে ফিরছিল এ সময় ঝড় ‍বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। একই সময় ঐ এলাকায় অবস্থান করা আরও তিনজন আহত হয়েছে। অপদিকে বিকেলে আসরের নামাজ আদায়ের জন্য রাবেয়া খাতুন বাড়ির টিউবয়েলে ওযু করছিল এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসাইন ও তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মেহেদি রাসেল বিষয়টি নিউজ টোয়েন্টিফোরকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:


চলমান বিধি-নিষেধ ‘লকডাউন’ বাড়ল ১৬ জুন পর্যন্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমল

কেবিনে স্থানান্তর করা হয়েছে বেগম খালেদা জিয়াকে

বঙ্গবন্ধু সেতু থেকে এ পর্যন্ত ৬ হাজার ৩৪৩ কোটি টাকা টোল আদায়


news24bd.tv / কামরুল