বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ

অনলাইন ডেস্ক

ফিফা বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে শেষদিন প্রস্তুতি সেরেছে লাল সবুজরা। কাতার সময় সকাল ৯টায় একঘন্টার সুইমিং সেশন দিয়ে দিন শুরু করে জেমি ডের দল।  

এরপর কাতার ইউনিভার্সিটি মাঠে বিকাল সাড়ে চারটায় শুরু হয় দুই ঘন্টার অনুশীলন।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কোচ জেমি ডে বলেন আফগানিস্তানের বিপক্ষে ড্রয়ে দলের আত্মবিশ্বাস বেড়েছে। ভারতের বিপক্ষে ভালো ফল পেতে নিজেদের সেরাটা দিতে হবে।  

এদিকে দলকে সাপোর্ট দিতে কাতারে অবস্থানরত বাংলাদেশীদের স্টেডিয়ামে আসার অনুরোধ করেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। প্রথম ম্যাচে হাতের ইনজুরিতে পড়ায় টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন মিডফিল্ডার সোহেল রানা।

 

আর বায়ো বাবলে থেকেও করোনায় আক্রান্ত হয়েছেন ভারতীয় ফুটবলার অনিরুদ্ধ থাপা। আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় জাসিম বিন হামাদ স্টেডিয়ামে শুরু হবে দুই দলের ম্যাচ।

আরও পড়ুন:


চলমান বিধি-নিষেধ ‘লকডাউন’ বাড়ল ১৬ জুন পর্যন্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমল

কেবিনে স্থানান্তর করা হয়েছে বেগম খালেদা জিয়াকে

বঙ্গবন্ধু সেতু থেকে এ পর্যন্ত ৬ হাজার ৩৪৩ কোটি টাকা টোল আদায়


news24bd.tv / কামরুল