আপনার মাঝে আমি অচেনারে খুঁজি

অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী

আপনার মাঝে আমি অচেনারে খুঁজি

Other

আমি ক্রমশ নিচে নেমে এসেছি উপরের মহানায়কদের অভিনয় দেখবো বলে। আমি  যত নিচে নামতে নামতে ছোট হয়েছি  মাটি ততই  আমাকে আঁকড়ে ধরেছে । এখন আমি মাটি হয়ে মানুষকে দেখি। তারা এখন আকাশ হয়েছে।

তারার মতো তারকা হয়েছে। অথচ মাটির মতো শক্ত শেকড়কে তারা চিরকালের মতো হারিয়েছে।

তারা ভাবছে আমাকে ছোট করে তারা বড় হয়েছে। সেটা তাদের ভাবনা।

যে ভাবনায় যুক্তি নেই, আবেগ নেই, দর্শন নেই। যে ভাবনায় কাপুরুষতা আছে, জড়তা আছে, ভীরুতা আছে। সে ভাবনা অবান্তর। মানুষ যতই ভাবুক তারা আমাকে ছোট করেছে, সেটা তাদের অলীক  কল্পনা। মিছে সুখ, মিছে স্বপ্ন, মিছে বিলাস। কারণ তারা সব সময় আমাকে ছোট করে দেখাতে যেয়ে তাদের মনস্তত্বকে বার বার আঘাত করেছে। নিজেদের প্রকৃত  চিন্তার সাথে প্রতারণা করেছে।

মানুষ মানুষকে ছোট-বড় করতে পারেনা। মানুষ ছোট হয় তার মহত্তে, মানুষ বড়  হয় তার উদারতায়। আমি নিজের সিদ্ধান্তে ছোট হয়েছি। যে ছোটত্বের বোঝা আমাকে দৃশ্যমান থেকে অদৃশ্যমান জীবনবোধের শক্তি দিয়েছে। যে শক্তি ছোট হয়, নিচু হয়, অবনত হয়। কিন্তু কখনো পলাতক আসামির মতো পালিয়ে বেড়ায়না। সেটা লড়তে জানে, পরাজিত হতে জানে, জিততেও জানে।  

সুনীল গঙ্গোপাধ্যায়ের "আমি কী রকম ভাবে বেঁচে আছি" এর কয়েকটা শব্দ সে বোধের সন্ধান দেয় আমাকে এভাবেই-আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে, হৃদয়কে অবহেলা করে রক্ত; আমি মানুষের পায়ের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি-তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে। আমি আক্রোশে হেসে উঠি না, আমি ছারপোকার পাশে ছারপোকা হয়ে হাঁটি, মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে; খাঁটি"।

সব সময় ছদ্মনাম ব্যবহার করা চিরচেনা অথচ অচেনা মার্ক টোয়েনের অভিজ্ঞতাও তেমনই যেমন উনি বলেছেন "আমি যতই মানুষ চিনেছি, ততই কুকুরকে ভালোবেসেছি"। ঠিক তেমনি আমি যতই  মানুষ চিনেছি ততই ছোট হয়েছি। কারণ আমি প্রাসাদে বসে সুখ খুঁজতে চাইনা, আমি ডাস্টবিনের আবর্জনায় বসে জীবনকে দেখতে চাই।

২ 

আপনার মাঝে আমি অচেনারে খুঁজি। অচেনারে খুঁজতে খুঁজতে কোথায় হারিয়ে যাই তা আমি জানিনা। তারপরও খুঁজি। এমন করে অনুসন্ধান করতে গিয়ে  আমি নিজেকে যেখানটায় আবিষ্কার করি সেটা ভিন্ন একটা পৃথিবী। যে পৃথিবী একান্ত আমার আর কারো নয়  । সে পৃথিবীর বাসিন্দা কেবল আমি আর কেউ নয়।  

সেটা মানুষের পৃথিবীর মতো এতো ছোট নয় । সেটা অনেক গুণ  বড়। এতটা বড়  যে তার কোনো মানচিত্র থাকেনা। তবে সেখানে অসংখ্য কল্পনার শেকড় থাকে । যে শেকড়কে মাটিতে শক্ত করে ধরে রেখে মানুষ একটার পর একটা কল্পনার বৃক্ষ গড়ে তোলে।   সে কল্পনার শক্তি মানুষের পৃথিবীর যে কোনো শক্তির চেয়ে অনেক বড়। তৃষিত হৃদয়ের কল্পনাশক্তি মানুষের ভিতরে নতুন নতুন  চিন্তার জন্ম দেয়। সে চিন্তা গতানুগতিক পৃথিবীর মতো নয়। সে চিন্তা মৌলিক চিন্তার অন্তর্গত। পৃথিবীর মানুষ যা আগে কখনো ভাবতে পারেনি এমন এক একটা  নতুন চিন্তা মানুষ   তার নিজের পৃথিবীর কল্পনাশক্তির নির্যাস থেকে   বের করে আনে। সে এক অভূতপূর্ব বিস্ময়, সে এক অলৌকিক শিহরণ, সে এক আপনা মাঝে শক্তি ধরো  নিজেরে করো  জয়ের মতো অভিজ্ঞতা। মানুষটা তখন সে পৃথিবীর সৃজনশীল মানুষ হয়। মানুষের পৃথিবী তার মূল্য দিবে কি দিবেনা মানুষটা সেটা কখনো ভাবেনা। কারণ সে জানে তার পৃথিবী তাকে ত্যাগ করতে শেখায় আর মানুষের পৃথিবী স্বার্থপর হতে শেখায়। স্বার্থপর পৃথিবী মানুষটার নিজের গড়া  পৃথিবী থেকে শুধু কেড়ে নিতে জানে, প্রতিদান দিতে জানেনা। পৃথিবীর মানুষ তাই হারিয়ে যায়, কিন্তু নিজের অচেনার মাঝে চেনা পৃথিবী গড়া মানুষটা বেঁচে থাকে কাল থেকে কালান্তরে, যুগ থেকে যুগান্তরে, মহাকাল থেকে মহাস্রোতে ।   মানুষ যদি নিজের পৃথিবী তৈরী করতে পারে তবে সে পৃথিবী মানুষের মনে স্বপ্ন তৈরী করে। সে স্বপ্ন মানুষটা নিজের স্বার্থে দেখেনা তার পৃথিবীর বাইরে মানুষের যে পৃথিবী রয়েছে  সে পৃথিবীর মুখোশ পরা মানুষগুলোর  জন্য দেখে। তাদের জন্য মানুষটা স্বপ্নের ঘুড়ি তার নিজের পৃথিবীর আকাশে উড়ায় যেন সে ঘুড়িটা   সুতো  ছিঁড়ে গোলকধাঁধার আবর্তে ঘুরতে ঘুরতে মানুষের পৃথিবীতে  উড়তে থাকে। আনন্দের বার্তা হাতে নিয়ে, সবার চোখের আয়নায়। তৃতীয় নয়নে।


মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, সহস্রাধিক ঘর ভস্মীভূত

 যার জন্য বিয়ে করা ফরজ

 মহেশখালীতে পাহাড় ধসে প্রাণ গেল আড়াই বছরের শিশুর

 ঢাকার যেসব মার্কেট বন্ধ আজ


তারপর ঘুড়িটা জীবের আবরণ ছেড়ে জীবন পেয়ে  পাখি হয়ে উড়ে বেড়ায় নীল আকাশ থেকে নীল আকাশে। শীতের দেশে, নদীর জলে, প্রকৃতির কোলে। তারপর কোনো এক মহাকাব্যের লেখক তার নিজের পৃথিবী ছেড়ে নেমে আসে মানুষের পৃথিবীতে। স্বপ্ন শুধু একটাই তার, যদি বদলানো যায় মানুষ। যদি বদলানো যায় মানুষের জীবন। যে জীবন সব বস্তুবাদী চিন্তাধারাকে বিসর্জন দিয়ে নিজের পৃথিবী গড়বে। প্রত্যেক মানুষের একটা নিজের পৃথিবী থাকে। তবে  নিজের মাঝে বাস করা অচেনা পৃথিবীকে কেউ খুঁজে পায়, কেউ পায়না। যারা পায় তারা কখনো কাউকে সেটা জানায় না, বরং সে পৃথিবী তৈরির বোধ তার মধ্যে তৈরী করে  । আমি সেই পৃথিবী খুঁজে পেয়েছি কিনা জানিনা, তবে সে পৃথিবী যতই অচেনা-অজানা হোক, অন্তর্নিহিত হোক,  সে পৃথিবী খোঁজার মহাযজ্ঞে নামুক মানুষ। কারণ সে পৃথিবীর যারা মানুষ হতে পারে তাদের মতো মানুষ আর কেউ হতে পারেনা। নিজেকে যারা চিনতে পারে তারাই তো মানুষ আর যারা নিজেদের চিনতে পারেনা তাদের মতো অভাগা আর কেউ নেই।

অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট।

news24bd.tv নাজিম