পাকিস্তানে যাত্রীবাহী দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩০

পাকিস্তানে যাত্রীবাহী দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩০

অনলাইন ডেস্ক

পাকিস্তানে যাত্রীবাহী দুটি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। সোমবার (৭ জুন) সকালে সিন্ধ প্রদেশের গোতকি জেলায় এ ঘটনা ঘটে।

পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডন এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, দেশটির রেলওয়ের একজন মুখপাত্র বলেন, ‘মিল্লাত এক্সপ্রেস নামের একটি ট্রেন করাচি থেকে সারগোদার দিকে যাচ্ছিল। পথে রাইতি রেলওয়ে স্টেশনের কাছে এটি লাইনচ্যুত হয়। এসময় রওয়ালপিন্ডি থেকে ছেড়ে আসা স্যার সাঈদ এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

’ 

আরও পড়ুন:


মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, সহস্রাধিক ঘর ভস্মীভূত

ঠাকুরগাঁওয়ে এবারও আমের বাম্পার ফলন

 যার জন্য বিয়ে করা ফরজ

 মহেশখালীতে পাহাড় ধসে প্রাণ গেল আড়াই বছরের শিশুর


 

গোতকি পুলিশের উপ-কমিশনার উসমান আবদুল্লাহ বলেন, ‘টেনের বগি উল্টে যাওয়ায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। অন্তত ১৩ থেকে ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে ছয় থেকে আটটি একেবারে বিধ্বস্ত হয়েছে। যারা আটকে পড়েছেন তাদের উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। তবে আটকেপড়াদের চিকিৎসা সহায়তা দেয়ার জন্য দুর্ঘটনাস্থলে অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ’

তিনি বলেন, ‘রোহরি থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘস্থলের পথে রওয়ানা দিয়েছে। স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল কাজ করছে। তবে উদ্ধারকাজে কত সময় লাগবে তা বলা যাচ্ছে না। ’

news24bd.tv নাজিম