বাংলাদেশ দলকে 'বিরক্তিকর' বলে ভারতের কোচের প্রশংসা!

বাংলাদেশ দলকে 'বিরক্তিকর' বলে ভারতের কোচের প্রশংসা!

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ ও এশিয়ান কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাত আটটায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। এই ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ দলকে বিরক্তিকর বলে প্রশংসা করলের ভারতের কোচ ইগর স্টিমাচ।

ম্যাচ–পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ইগর বলেন, ‘ফুটবলবিশ্বে কিছু বিরক্তিকর দল থাকে। যারা খুব কঠিনভাবে রক্ষণভাগ সামলে ও ভালো খেলে প্রতিপক্ষকে বিরক্ত করে।

ঠিক যে কাজটি আমরা কাতারের বিপক্ষে করেছিলাম। ’

ক্রোয়েশিয়ার সাবেক কোচ ইগর আরও বলেন, ‘ফুটবলে প্রতিপক্ষ দলকে বিরক্ত করার জন্য আপনি সবকিছুই করার চেষ্টা করবেন। বিরক্ত করতে তাদের পাস দেওয়ার সুযোগ দেবেন না। গ্রুপে প্রতিটি পয়েন্টের জন্য বাংলাদেশ এই কাজই করছে।

তারা যাই করে, দল হিসেবেই করে। ’


আরও পড়ুন


ইসরাইলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ

হেফাজতের নতুন কমিটি ঘোষণা আজ, বাদ পড়ছেন যারা

প্যাকেজ আকারে সারাদেশে এক রেটে ইন্টারনেট পাবেন গ্রাহকেরা

ইসরাইলি জাহাজের পণ্য খালাসে অস্বীকৃতি মার্কিন বন্দর শ্রমিকদের


তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারত। সেটিও মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি দল ও সমর্থকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচটি জয়ের জন্য যাচ্ছি। এর অর্থ এই নয় যে আমরা প্রতিপক্ষকে অসম্মান করছি। শুরু থেকেই আমাদের লক্ষ্য ২০২৩ এশিয়ান কাপে জায়গা করে নেওয়া। ’

news24bd.tv / নকিব