এবার বাসের চাপায় পা হারালেন শিক্ষক

প্রতীকী ছবি

এবার বাসের চাপায় পা হারালেন শিক্ষক

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কাপাসিয়ায় অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের চাপায় মো. হযরত আলী (৫৫) নামের এক মাদরাসা শিক্ষক পা হারিয়েছেন। সম্প্রতি ঢাকা-কিশোরগঞ্জ সড়কের কাপাসিয়ার হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই শিক্ষককে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল শিক্ষকের স্বজনরা ঘটনার বিস্তারিত জানায়।

পা হারানো ওই শিক্ষক ময়মনসিংহের গফরগাঁওয়ের বাঁশিয়া মদিনাতুল উলুম দাখিল মাদরাসার এবতেদায়ী শাখার শিক্ষক। তিনি কাপাসিয়ার ঘোড়াদিয়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।

আহত শিক্ষকের মেয়ে ফাতেমা আক্তার জানান, গত ১১ এপ্রিল তাঁর বাবা বাড়ি থেকে চিকিৎসার জন্য কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। হাসপাতালের কাজ শেষে মেডিকেল মোড় এলাকায় অনন্যা ক্লাসিকের একটি বাস চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হলে অস্ত্রোপাচারের পর তার ডান পা কেটে ফেলতে হয়। বর্তমানে পঙ্গু হাসপাতালের মুক্তিযোদ্ধা ৫২ নম্বর ওয়ার্ডে বেডে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

প্রতিদিনই তাকে রক্ত দিতে হচ্ছে। তাই তিনি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছে চিকিৎসকরা।


(নিউজ টোয়েন্টিফোর/জিন্নাহ/তৌহিদ)

সম্পর্কিত খবর