জয়ে নয় ড্রতেই থামলো লর্ডস টেস্ট

জয়ে নয় ড্রতেই থামলো লর্ডস টেস্ট

অনলাইন ডেস্ক

লর্ডসে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ড্র করেছে স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী নিউজিল্যান্ড। ম্যাচ নিশ্চিত ড্রয়ের পথে এগোতে থাকায় শেষ দিনের খেলা ৫ ওভার বাকি থাকতেই ড্র ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।  

শেষ দিনে ২৭৩ রানের টার্গেটে খেলতে নেমে ৩ উইকেটে ১৭০ রান করে ইংল্যান্ড। পাঁচ ওভার বাকি থাকতেই ড্র মেনে নেয় দু’দল।

প্রথম ইনিংসে কিউইদের ৩৭৮ রানের জবাবে ২৭৫ করে থ্রি লায়নরা। আর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৬৯ করে ইনিংস ঘোষণা করেছিল উইলিয়ামসন বাহিনী।

দুই উইকেটে ৬২ রান করে শেষ দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। তবে বেশি দুর এগোয়নি আগের দিনের অপরাজিত জুটি।

মাত্র ১০ রান করেই ফিরে যান ওয়েগনার। টম লাথাম আউট হন ৩৬ রান করে। এরপর রস টেইলর ও নিকোলসের ছোট ছোট ইনিংসে ১৬৯ করে ডিক্লেয়ার করে সফরকারীরা।  

শেষ দিনের দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে আসে ৪৯ রান। দ্বিতীয় উইকেটে ভালো করতে পারেনি জ্যাক ক্রলি। ডম সিবলি তুলে নেন ফিফটি। তার ব্যাট থেকে আসে অপরাজিত ৬০ রান। জো রোট ৪০ করে আউট হন।  

ম্যাচের গতিপথ বুঝে সময় শেষ হওয়ার আগেই ড্র মেনে নেয় দু’দল। অভিষেকেই শতক হাঁকিয়ে লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখানো কিউই ব্যাটসম্যান ডেভন কনওয়ে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

সংক্ষিপ্ত স্কোর 
টস : নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড ১ম ইনিংস : ৩৭৮/১০ (১২২.৪ ওভার)
কনওয়ে ২০০, নিকোলস ৬১, ওয়াগনার ২৫*
রবিনসন ৭৫/৪, উড ৮১/৩

ইংল্যান্ড ১ম ইনিংস : ২৭৫/১০ (১০১.১ ওভার)
বার্নস ১৩২, রুট ৪২, রবিনসন ৪২
সাউদি ৪৩/৬, জেমিসন ৮৫/৩

নিউজিল্যান্ড ২য় ইনিংস :১৬৯/৬ (৫২.৩ ওভার)
ল্যাথাম ৩৬, টেলর ৩৩, কনওয়ে ২৩
রবিনসন ২৬/৩, রুট ১৬/১

ইংল্যান্ড ২য় ইনিংস : ১৭০/৩ (৭০ ওভার)
সিবলি ৬০*, রুট ৪০, বার্নস ২৫
ওয়াগনার ২৭/২, সাউদি ৩৭/১

ফল : ড্র।  

news24bd.tv/আলী