অর্থ পাচারকারীদের নামগুলো আমাদের দেন : অর্থমন্ত্রী

অর্থ পাচারকারীদের নামগুলো আমাদের দেন : অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক

সোমবার (৭ জুন) সম্পূরক বাজেটের ওপর আলোচনায় বিদেশে পাচার হয়ে যাচ্ছে দেশের টাকা-বিরোধী দলের সংসদ সদস্যদের এমন অভিযোগের পর অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।

অর্থপাচার ঠেকাতে সরকারের সক্রিয় ভূমিকা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, এখনও পাচারকারীদের অনেকেই জেলে আছে। বিচার হচ্ছে। আগে যেমন ঢালাওভাবে চলে যেত, এখন তেমন নেই।

মুস্তফা কামাল বলেন, এগুলো বন্ধ করার জন্য আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যে ১৫টি আইন দেখতে পারবেন। আমি নিজে জানি কীভাবে এগুলো হয়। কারা করে জানি না। অদক্ষ ব্যবস্থাপনা, ইনএফেকটিভ ম্যানেজমেন্টের জন্য এগুলো হয়।

আমরা সংস্কারমুখী কাজ করবো।

এর আগে আলোচনায় বিএনপির রুমিন ফারহানা ও জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ অর্থপাচার নিয়ে কথা বলেন।

news24bd.tv/আলী