ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ

ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

ভারতের বিপক্ষেই গত ১২ বছর  হারেনি বাংলাদেশ। তবে সুনীল ছেত্রীর ৭৯ ও ৯২ মিনিটের গোলে ১২ বছর পর ভারতের বিপক্ষে ম্যাচ হারলো বাংলাদেশ।  

৭৯ মিনিটে ডান প্রান্ত থেকে ক্রসে অধিনায়ক ছেত্রী বক্সের মধ্যে হেড করে গোল করেন। দুই ডিফেন্ডার থাকলেও তারা মার্ক করতে পারেননি ভারতীয় অধিনায়ককে।

৯২ মিনিটে আবার গোল করেন অধিনায়ক ছেত্রী। এই জয়ের ফলে এশিয়ান কাপের মূল পর্বের খেলার সুযোগ টিকে থাকলো ভারতের জন্য।  

গোটা ম্যাচে ৭৪% বল দখলে নেয় ভারত, ২৬% দখল নেন জামাল ভুঁইয়ারা। বাংলাদেশের ৪টি হলুদ কার্ডের পরিবর্তে ১টি হলুদ কার্ড দেখতে হয়।

বিশ্বকাপ বাছাই পর্বের ই গ্রুপের খেলায় প্রথম লেগে ২০১৯ সালে ভারতের বিপক্ষে তাদের মাঠে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপে শেষ দলে হয়েই গ্রুপপর্ব শেষ করলো বাংলাদেশ।    

news24bd.tv/আলী