স্বপ্ন ভেঙে খান খান হলো সেরেনার

স্বপ্ন ভেঙে খান খান হলো সেরেনার

অনলাইন ডেস্ক

২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্গারেট কোর্টকে স্পর্শ করার অপেক্ষায় ছিলেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। কিন্তু ২১ বছরের এক তরুণীর কাছে হেরে সেই স্বপ্ন ভেঙে খান খান হলো সেরেনার।  

রোববার (৬ জুন) রোলাঁ গারোয় ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকাকে ৬-৩ ও ৭-৫ গেমে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন এলেনা রিবাকিনা। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ আটে উঠলেন কাজাখস্তানের এই তরুণী।

২০১৬ আসরের ফাইনালে হারের পর থেকে ফরাসি ওপেনে চতুর্থ রাউন্ড পেরোতে পারেননি সেরেনা। আর ২০১৭ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর পাননি কোনো গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ।  

১৯৯৮ সালে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন সেরেনা। তার পরের বছর জন্ম নেন এলেনা রিবাকিনা।

অর্থাৎ রিবাকিনার বয়সের চেয়েও বেশি লম্বা সেরেনার পেশাদার ক্যারিয়ার। তবে কোর্টের লড়াইয়ে অভিজ্ঞ সেরেনাকে হারিয়ে বাজিমাত করেন রাশিয়ার মস্কোতে জন্মগ্রহণ করা টেনিস সুন্দরী রিবাকিনা।

news24bd.tv/আলী