হামাসের হুমকির মুখে জেরুজালেমে প্যারেড বাতিল করল ইসরাইল

হামাসের হুমকির মুখে জেরুজালেমে প্যারেড বাতিল করল ইসরাইল

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনির ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের হুমকির মুখে পবিত্র জেরুজালেম আল-কুদস শহরে বিতর্কিত প্যারেড অনুষ্ঠান বাতিল করেছে ইহুদিবাদী ইসরাইলের উগ্র-ডানপন্থি গোষ্ঠী।

আগামী বৃহস্পতিবার কথিত পতাকা মিছিল বের করার পরিকল্পনা করেছিল উগ্র ডানপন্থি গোষ্ঠী। কিন্তু গতকাল সোমবার ইসরাইলি পুলিশ তা বাতিল করেছে।  

পতাকা মিছিলের আয়োজক একটি গ্রুপের এক মুখপাত্র বলেন, “আমাদেরকে পুলিশ এ ধরনের মিছিলের অনুমতি দেয় নি।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, বর্তমান পরিস্থিতি এই ধরনের মিছিল বের করার সুযোগ দিচ্ছে না। ”

আরও পড়ুন


আল্লাহর সঙ্গে নাফরমানির জন্য যে শোচনীয় পরিণতি ভোগ করতে হবে

বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত

বিশ্বনবীর যে মুজিজা দেখে ইসলাম গ্রহণ করে বেদুঈন

৬ দফার মাধ্যমেই বাঙালির স্বাধীনতা অর্জিত হয় : প্রধানমন্ত্রী


এর আগে হামাসের অন্যতম শীর্ষ নেতা খলিল হাইয়্যা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, পবিত্র আল-কুদস শহরে এ ধরনের পাতাকা মিছিল বা প্যারেড নতুন সংঘাত শুরুর কারণ হবে।

বার্তা সংস্থা এএফপি’র মতে- ইসরাইলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ ইসরাইলি পুলিশের প্রতি পতাকা মিছিল করার অনুমতি না দেয়ার আহ্বান জানিয়েছেন। সূত্র: পার্সটুডে।

news24bd.tv আহমেদ