'কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলতে পারে ইরান'

'কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলতে পারে ইরান'

অনলাইন ডেস্ক

ইউরেনিয়াম সমৃদ্ধি নিয়ন্ত্রণ করা না গেলে ইরানের ‘কয়েক সপ্তাহের মধ্যে’ পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলতে পারবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। সোমবার (০৭ জুন) তিনি পশ্চিমা বিশ্বকে এ সতর্কবার্তা দেন।

ব্লিঙ্কেন বলেন, ‘চুক্তিতে ফেরার জন্য যা যা করা দরকার তা করতে ইরান প্রস্তুত কিনা তা এখনও অস্পষ্ট। ইতোমধ্যে দেশটির পরমাণু কর্মসূচি দ্রুত এগিয়ে চলছে।

যদি এখনই রাশ টেনে ধরা না যায়, আর এভাবে চলতে থাকলে কয়েক সপ্তাহের মধ্যে তারা পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম হবে। ’


আরও পড়ুন


বিয়ার গ্রিলস: জীবনের মোড় ঘুরিয়ে দেয় এক দুর্ঘটনা

কানাডায় ইসলামোফোবিয়া নিয়ে যা বললেন ট্রুডো

 

এমপি পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা পাপুলের রিট খারিজ

আপনার রক্তের গ্রুপই বলে দেবে আপনি কেমন মানুষ, জানুন...

 


এছাড়া তাদের পরমাণু সংক্রান্ত নিরাপত্তা জোরদার করার ফলে নজরদারি আরও কঠিন হয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ভিয়েনায় পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে বাকি অংশের প্রতিনিধিদের আলোচনা করছে। এরই মধ্যে পঞ্চম দফার আলোচনার পরও কোনো ধরনের সমাধান মেলেনি।

উভয়পক্ষই এখন পরের দফা আলোচনার অপেক্ষায় রয়েছে।

news24bd.tv / নকিব