ছাগলের জন্য ক্ষতিপূরণ চেয়ে চিঠি

ছাগলের জন্য ক্ষতিপূরণ চেয়ে চিঠি

অনলাইন ডেস্ক

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এখনও ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষত কাটিয়ে ওঠেনি। এরই মধ্যে ক্ষয়ক্ষতির আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার শুরু করেছে দুয়ারে ত্রাণ শিবির।   তবে গত ৩ জুন থেকে শুরু হওয়া দুয়ারে ত্রাণ শিবিরে জমা পড়ছে আজব সব আবেদন।  

সবং ৪ নম্বর ব্লকের দশগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার এক ত্রাণ শিবিরে অদ্ভুত আবেদন জমা পড়েছে।

আবেদনকারী ব্যক্তির নাম তাপস কর।  

তিনি লিখেছেন, গত ২৬ মে ইয়াস ঝড়ে আতঙ্কে আমার একটি ছাগল মারা গেছে। তাই ছাগলের জন্য ক্ষতিপূরণ পেতে আবেদন করছি।

ইতোমধ্যেই ওই আবেদনপত্রটি ভাইরাল হয়ে গেছে।

শুধু ছাগলের ক্ষতিপূরণের জন্যই আবেদন পড়েছে তা নয়। পুকুরের মাছ নষ্ট হওয়ার জন্যও ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।  

নিজের আবেদনের ব্যাপারে তাপস জানান, আমার ঘরবাড়ির তেমন ক্ষয়ক্ষতি হয়নি। গোয়ালের বাইরে ওই ছাগল বাঁধাছিল। ঝড়ের সময় ভয়ে মারা গেছে ছাগলটি। সরকার ক্ষতিপূরণ দেবে শুনে বিডিও’র কাছে ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছি।

news24bd.tv/আলী