রাডারের আড়ালে সাগরে চলবে যুদ্ধজাহাজ

রাডারের আড়ালে সাগরে চলবে যুদ্ধজাহাজ

অনলাইন ডেস্ক

এই প্রথমবারের মতো স্টেলথ প্রযুক্তির নতুন নৌজাহাজ নির্মাণ করছে রাশিয়া। তাতে সাগরে চলাচলের সময় জাহাজটি শনাক্ত করা কঠিন হবে।

 এই কোর্ভেট জাহাজটির অবকাঠামো হবে মার্কারি বা পারদের। এর নাম দেওয়া হয়েছে প্রকল্প ২০৩৮৬।

জাহাজটির নির্মাণ কাজও ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী বছর জাহাজটি নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে।
জাহাজটিতে কামান, ক্রজ ক্ষেপণাস্ত্র ও বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রও থাকছে। এছাড়াও ডুবোজাহাজ খুঁজে বের করে তা ধ্বংস করার সক্ষমতাও দেওয়া হবে এই জাহাজকে।


আরও পড়ুন


আবারও সাগরে লঘুচাপের আভাস, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

এবার গাজায় হত্যাযজ্ঞ চালানো নিয়ে ইসরাইলকে যে বার্তা দিলেন কিম

হামাসের হুমকির মুখে জেরুজালেমে প্যারেড বাতিল করল ইসরাইল

আল্লাহর সঙ্গে নাফরমানির জন্য যে শোচনীয় পরিণতি ভোগ করতে হবে

নৌবাহিনীর আধুনিকায়নে সম্প্রতি ব্যাপক খরচ করছে রাশিয়া। মার্কিন নিষেধাজ্ঞায় সংকটে থাকা সামরিক বাহিনীকে পুনর্গঠনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেষ্টার অংশ হিসেবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
রাশিয়া ইদানীং নৌজাহাজে রাডার-শোষণকারী আবরণের মতো স্টেলথ প্রযুক্তি ব্যবহার করছে। যদিও আগের জাহাজগুলোতে কখনো পরিপূর্ণ স্টেলথ প্রযুক্তি ব্যবহার করা হয়নি।
সূত্রঃ রয়টার্স

news24bd.tv এমিজান্নাত