করোনাও মধ্যেও টিকেট কেটে ভয় পাচ্ছে মানুষ

করোনাও মধ্যেও টিকেট কেটে ভয় পাচ্ছে মানুষ

অনলাইন ডেস্ক

সারা বিশ্বে সাড়া জাগানো ভৌতিক ছবিগুলোর সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘কনজ্যুরিং’। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির সিকুয়েল ‘কনজ্যুরিং থ্রি’।  

করোনাকালে মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে এই ছবি। প্রথম দিনেই এই ছবি আয় করে নিয়েছে প্রায় ১০ মিলিয়ন ডলার।

পরিচালক মাইকেল কেভস-এর দাবি, ‘কনজ্যুরিং' সিরিজের এই ছবিটিই নাকি সবচেয়ে ভয়ের। ১৯৮১ সালে একটি হত্যা মামলায় জড়িয়ে পড়া আর্নে জনসনের জীবনের অলৌকিক ঘটনা নিয়ে তৈরি হয়েছে ছবিটি।

দ্য কনজ্যুরিং ২০১৩ সালের ১৯ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পায়। এটি নির্মাণে ব্যয় হয় প্রায় ২ কোটি মার্কিন ডলার।

আর এটি প্রায় ৩১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার আয় করে সর্বকালের সেরা আয়ের ভৌতিক চলচ্চিত্রের খেতাব অর্জন করে।

news24bd.tv/আলী