‘তাকবিরে উলা’ ও ফজিলত

‘তাকবিরে উলা’ ও ফজিলত

অনলাইন ডেস্ক

নামাজ ইসলামের পঞ্চ স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ। জামাআতে নামাজ শুরু করার প্রথম তাকবিরটিকে ‘তাকবিরে উলা’ বলা হয়।

তাকবিরে উলার ফজিলত সম্পর্কে হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি ৪০ দিন প্রত্যেক নামাজ নিয়মিতভাবে জামাআতের সঙ্গে এমনভাবে আদায় করবে যে, তার প্রথম তাকবির ছুটে যাবে না, তার জন্য দু’টি জিনিস থেকে অব্যহতির ফয়সালা করা হয়। এক. জাহান্নামের আগুন থেকে অব্যাহতি; দুই. মুনাফিকি থেকে অব্যাহতি ও হিফাজত।

’ (তিরমিজি)

অর্থাৎ কোনো ব্যক্তি যখন ইখলাসের সঙ্গে আল্লাহর মহব্বতে ৪০ দিন ধরে পাঁচ ওয়াক্ত নামাজে ধারাবাহিকভাবে ইমামের তাকবির বলার সঙ্গে সঙ্গে তাকবিরে বলে নিয়ত করে নামাজ আদায় করে। সে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত এবং মুনাফিকি থেকেও মুক্ত। (সুবহানাল্লাহ!)

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক