ট্রেন থেকে লাফিয়ে পড়ে নারীর আত্মহত্যা, ‘সুইসাইড নোট’ উদ্ধার

ট্রেন থেকে লাফিয়ে পড়ে নারীর আত্মহত্যা, ‘সুইসাইড নোট’ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সিলেটের ফেঞ্চুগঞ্জে চলন্ত ট্রেন থেকে লাফি দিয়ে রিনা পাল (৫০) নামে এক নারীর আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যায় মাইজগাঁও রেলস্টেশনে পাশে এ ঘটনা ঘটে।

ওই নারী হাত থেকে ‘সুইসাইড নোট’ উদ্ধার করেছে পুলিশ। সুইসাইড নোটে কি লেখা আছে তা জানায়নি পুুুুুুুুুুুুলিশ।

রিনা পালের বাড়ি কুলাউড়া উপজেলার রামপাশা গ্রামে। ট্রেনটি চট্টগ্রামে থেকে সিলেটে আসছিল।

জানা যায়, গতকাল বিকেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস মাইজগাঁও স্টেশনে এসে থামে। সেখানে থেকে ছাড়ামাত্র চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন রিনা পাল।

পরে ডান পা কাটা গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:


এমপিদের গাড়িতে নতুন নকশার স্টিকার চায় সংসদীয় কমিটি

‘তাকবিরে উলা’ ও ফজিলত

৯ জুন, ইতিহাসের এই দিনে


 

মাইজগাঁও রেলস্টেশনের সহকারী মাস্টার পার্থ তালুকদার বলেন, চিরকুটের লেখা পড়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

news24bd.tv নাজিম