বিশ্বের শীর্ষ ধনাঢ্যদের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ

বিশ্বের শীর্ষ ধনাঢ্যদের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ

অনলাইন ডেস্ক

আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস থেকে শুরু করে বিশ্বের ধনীতম ব্যক্তি টেসলার সিইও এলন মাস্ক, ব্লুমবার্গের প্রতিষ্ঠাতা মাইকেল ব্লুমবার্গ সবার বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ উঠেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়,  প্রোপাব্লিকা নামের একটি সংস্থা ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস)-এর তথ্য খতিয়ে দেখে এই অভিযোগ করেছে

তাদের দাবি, ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত কোনো আয়কর নাকি দেননি বেজোস। আবার মাস্ক আয়কর দেননি ২০১৮ সালে। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ওয়ারেন বাফেট কর হিসাবে দিয়েছেন আয়ের মাত্র ০.১ শতাংশ।

সাম্প্রতিক সময়ে নাকি আয়কর দেননি ব্লুমবার্গও।


আরও পড়ুন

সারা বিশ্বে হালাল খাদ্য সরবরাহে ভূমিকা রাখতে পারে বাংলাদেশও

নিজেকে বঞ্চিত করে কোন দিনই ভালো থাকা যায় না

দশ বছরে ৪ বার পিছিয়েছে সময়সীমা, অগ্রগতি মাত্র ২৬ ভাগ (ভিডিও)

ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান হলেন শতরূপা বড়ুয়া


প্রোপাব্লিকা জানিয়েছে, আইআরএসের এক কর্মকর্তার কাছ থেকে এই তথ্য তারা জানতে পেরেছে। কিন্তু প্রতিষ্ঠানটি তথ্যদাতার নাম জানায়নি ।

আইআরএসের কমিশনার চার্লস রেটিগ বলেছেন, ‘ এই তথ্য বাইরে আসার বিষয়টি তদন্ত করে দেখা হবে।

কারণ প্রত্যেক আমেরিকানের তথ্য গোপন থাকার কথা। এই তথ্য বাইরে আসা সংস্থার পক্ষে ক্ষতিকারক। ’’

এ দিকে ওয়ারেন বাফেট ও ব্লুমবার্গ জানিয়েছেন, নির্দিষ্ট আয়কর দিয়েছেন তারা। তবে বেজোস বা মাস্ক এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

news24bd.tv/এমিজান্নাত