শেয়ারবাজারে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

শেয়ারবাজারে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

অনলাইন ডেস্ক

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর গত রোববার সাড়ে ১০ বছরের মধ্যে শেয়ারবাজারে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে এই বাজেট উপস্থাপন করেন।

গত তিন দিনে আজ বুধবার সেই রেকর্ড ভেঙে এই পর্যায়ে পৌছায় লেনদেন। ইতিহাসের সর্বোচ্চ লেনদেনের কাছাকাছি এই রেকর্ড।

লেনদেনের দিন শেয়ারবাজারে মূল্য সূচক উত্থান হয়েছে। পাশাপাশি মূল্যও বেড়েছে অনেক প্রতিষ্ঠানের।

লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানে হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে  ন্যাশনাল ফিড, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের, ইসলামিক ফাইন্যান্স, এনআরবিসি ব্যাংক, ফেডারেল ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক ও ফরচুন সুজ।

news24bd.tv/এমিজান্নাত