শিক্ষার্থীর ভিডিও ফাঁসের দায়ে ক্ষতিপূরণ দিতে হলো অ্যাপলকে

শিক্ষার্থীর ভিডিও ফাঁসের দায়ে ক্ষতিপূরণ দিতে হলো অ্যাপলকে

অনলাইন ডেস্ক

আইফোন সারতে দিয়ে বিপাকে পড়েছিলেন এক শিক্ষার্থী। তাঁর ব্যক্তিগত ছবি, ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তার জন্য এখন ওই শিক্ষার্থীকে ক্ষতিপূরণ হিসেবে কয়েক মিলিয়ন ডলার দিতে হলো আইফোন এর কোম্পানি অ্যাপলকে।

ওই শিক্ষার্থী ইউনিভার্সিটি অব অরেগনে পড়তেন।

হিনি মামলায় ক্ষতিপূরণ হিসেবে পাঁচ মিলিয়ন ডলার  দাবি করেছিলেন। তবে তা কত মিলিয়ন ডলার দিয়ে সমঝোতা করা হয়েছে তা জানা যায়নি।

২০১৬ সালে ২১ বছরের ওই তরুণী ক্যালিফোর্নিয়ায় পেগাট্রোন টেকনোলজি সার্ভিস নামে অ্যাপলের মেরামত সেন্টারে তাঁর ফোনটি সারতে দিয়েছিলেন। আর সেটি সেখানে থাকা অবস্থািই তাঁর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে প্রকাশ করা হয়।

মেয়েটির ফেসবুক অ্যাকাউন্টেই সেগুলো শেয়ার করা হয়েছিল। আর তা এমনভাবে করা হয়েছিল, যে তিনি নিজেই এগুলো শেয়ার করেছেন।

পরে পরিচিতরা বিষয়টি মেয়েটিকে জানানোর পর ওই সব ছবি ও ভিডিও সরিয়ে ফেলা হয়।

news24bd.tv/এমিজান্নাত