করোনা কালের নতুন দরিদ্রের হিসাব মানেন না অর্থমন্ত্রী

করোনা কালের নতুন দরিদ্রের হিসাব মানেন না অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক

বেসরকারি একাধিক গবেষণা সংস্থা দাবি করছে করোনা কালে কাজ হারিয়ে ও কাজের সুযোগ থেকে বঞ্চিত হয়ে দেশে অনেকে নতুনভাবে দরিদ্র হয়েছেন। তবে এসব নতুন দরিদ্রের মানতে অস্বীকৃতি জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন দরিদ্রের এই হিসাব আমি স্বীকার করি না। যাদের কাছে তালিকা আছে দুই কোটি বা এক কোটি বা ১০ জন, এই তথ্য তারা কোথায় পেয়েছেন তা জানা দরকার।

তিনি আরও বলেন, এই কাজটি (দরিদ্রের হিসাব) করার জন্য সরকারের নিজস্ব প্রতিষ্ঠান আছে। পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এসব প্রতিষ্ঠান থেকে যতদিন তথ্য না পাওয়া যাবে, ততদিন অন্য প্রতিষ্ঠানের তথ্য সরকার গ্রহণ করতে পারে না।

news24bd.tv/আলী