করোনায় উচ্চ ঝুঁকির কারণে  বাংলাদেশীদের ভ্রমণে নির্দেশনা

করোনায় উচ্চ ঝুঁকির কারণে বাংলাদেশীদের ভ্রমণে নির্দেশনা

অনলাইন ডেস্ক

মার্কিন জনস্বাস্থ্য কর্মকর্তারা করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের ওপর জোর দিয়ে ১২০টি দেশের জন্য ভ্রমণের উপর নির্দেশনা আরোপ করেছেন।

এতে সংক্রমণের দিক থেকে উচ্চ ঝুঁকির দেশগুলোর আওতায় রয়েছে বাংলাদেশও। মোট ৬১ দেশ রয়েছে এই তালিকায়। মহামারির মধ্যে এই দেশগুলোতে ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন অধিবাসীদের।

তবে কোভিড-১৯ টিকা নেওয়ার পর তারা ভ্রমণ করতে পারবেন।
গত সোমবার দেশটির কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও সুরক্ষা কেন্দ্রের হালনাগাদ ভ্রমণ সুপারিশে যারা টিকা নিয়েছেন ও যারা নেননি, তাদের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

news24bd.tv/এমিজান্নাত