চার ক্যাটাগরিতে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র

চার ক্যাটাগরিতে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

চারটি ক্যাটাগরিতে ৬১ দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও সুরক্ষা (সিডিসি) জানিয়েছে, যেসব দেশের কভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, শনাক্তের হার কমেছে- সেসব দেশের মানুষ এখন যুক্তরাষ্ট্রে আসতে পারবে।

করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম চলমান থাকায় যুক্তরাষ্ট্রের গণস্বাস্থ্য সংস্থা গত সোমবার তাদের ভ্রমণ বিধিনিষেধের তালিকা হালনাগাদ করেছে। যুক্তরাজ্যের বেশিরভাগ যাত্রী যুক্তরাষ্ট্রে ভ্রমণের ব্যাপারে এখনো নিষিদ্ধ।

যুক্তরাষ্ট্র সব দেশকে ৪টি ক্যাটাগরিতে ভাগ করেছে।  লেভেল ৪ এ তালিকাভুক্ত দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ।


আরও পড়ুন


নতুন প্রজাতির ৯৮ ফুট দীর্ঘ ডাইনোসরের সন্ধান অস্ট্রেলিয়ায়

কম ভাড়ায় ৪ বিভাগে পুলিশ বাস সার্ভিসের যাত্রা শুরু আজ

নুসরাতের অন্তঃসত্ত্বার বিষয়ে এবার মুখ খুললেন প্রেমিক যশ

তালেবানের সঙ্গে প্রথমবারের মতো যোগাযোগ করল ভারত


লেভেল ৩ ভুক্ত দেশগুলোর টিকাদান কর্মসূচি সম্পূর্ণ সম্পন্ন করে তবেই যুক্তরাষ্ট্রে আসতে পারবে। লেভেল ৩ ভুক্ত দেশগুলোর তালিকায় রয়েছে ফ্রান্স, স্পেন, ইতালির মতো দেশ।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও সুরক্ষাকেন্দ্র (সিডিসি) এ তালিকা প্রকাশ করেছে।

news24bd.tv / নকিব