ভারতে করোনায় একদিনে হঠাৎ মৃত্যুসংখ্যা আকাশচুম্বী, বেরিয়ে এলো অজানা তথ্য

ভারতে করোনায় একদিনে হঠাৎ মৃত্যুসংখ্যা আকাশচুম্বী, বেরিয়ে এলো অজানা তথ্য

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে প্রতিদিনই সামনে আসছে ভয়ঙ্কর সব তথ্য। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬ হাজার ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এটি ভারতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। বৃহস্পতিবার এ তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৯৪ হাজার ৫২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়াল ২ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১২১ জনে। এবং দেশটিতে মোট মৃত্যু দাঁড়াল ৩ লাখ ৫৯ হাজার ৬৭৬ জনে।

news24bd.tv

তবে ভারতের বিহার রাজ্যের ৩৮টি জেলায় মৃত্যুর হার রাতারাতি বেড়ে গেছে।

রাজ্যটিতে করোনায় মৃত্যুর নতুন হিসাব বেরিয়ে এসেছে, যেখানে মৃত্যুহার ৭২.৮৪ শতাংশ।

গত ১৮ মে পাটনা হাইকোর্টের এক নির্দেশে কার্যত নড়েচড়ে বসে বিহার সরকার। এরপরই বিহার সরকার স্বীকারোক্তি দেয়, ৩ হাজার ৯৫১টি মৃত্যু অতিরিক্ত হয়েছে। যেগুলো এতোদিন হিসাবের মধ্যে ছিল না।


আরও পড়ুন


নতুন প্রজাতির ৯৮ ফুট দীর্ঘ ডাইনোসরের সন্ধান অস্ট্রেলিয়ায়

কম ভাড়ায় ৪ বিভাগে পুলিশ বাস সার্ভিসের যাত্রা শুরু আজ

আগের প্রেমিকার ঘরেও ছেলে আছে যশের, জানুন নুসরাত-যশের অজানা কাহিনী

জনসম্মুখে থাপ্পড় খেয়ে যা বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ


আগের দিন রাজ্যটিতে যেখানে মৃত্যুর মোট সংখ্যা ছিল ৫ হাজার ৪২৪ জন, সেখানে পরের দিন ভালোভাবে যাচাই করার পর হয়ে গেল ৯ হাজার ৩৭৫ জন।  

বিহার সরকারের অতিরিক্ত সচিবের দাবি, বেসরকারি হাসপাতালে, হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে, হোম আইসোলেশনে ও করোনা পরবর্তী ক্ষেত্রে নানা জটিলতায় তাদের মৃত্যু হয়েছে। সেই হিসাবগুলো আগে ধরা হয়নি।

news24bd.tv / নকিব