সংসদে বিল পাস, এল সালভাদরে বৈধ হতে যাচ্ছে বিটকয়েন

সংসদে বিল পাস, এল সালভাদরে বৈধ হতে যাচ্ছে বিটকয়েন

অনলাইন ডেস্ক

বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্যবসায়িক কাজে ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনকে বৈধতা দিয়েছে মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুন) দেশটির জাতীয় পরিষদে এক ভোটাভুটিতে এই বৈধতা দেওয়া হয়।

এর আগে দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে ‘বিটকয়েন ২০২১’ শীর্ষক এক সম্মেলনে জানিয়েছিলেন, তিনি ডিজিটাল ওয়ালেট সেবাদাতা প্রতিষ্ঠান স্ট্রাইকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বিটকয়েনের মাধ্যমে নিজ দেশের আধুনিক আর্থিক অবকাঠামো তৈরি করতে চান।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিটকয়েনকে বৈধ মুদ্রা হিসেবে প্রচলনের জন্য প্রেসিডেন্ট নিজেই কংগ্রেসে বিল উত্থাপন করেন।

বিলটি ৮৪-৬২ ভোটে পাস হয়।


আরও পড়ুন


নতুন প্রজাতির ৯৮ ফুট দীর্ঘ ডাইনোসরের সন্ধান অস্ট্রেলিয়ায়

কম ভাড়ায় ৪ বিভাগে পুলিশ বাস সার্ভিসের যাত্রা শুরু আজ

আগের প্রেমিকার ঘরেও ছেলে আছে যশের, জানুন নুসরাত-যশের অজানা কাহিনী

জনসম্মুখে থাপ্পড় খেয়ে যা বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ


এর মাধ্যমে এল সালভাদরে আগামী ৯০ দিনের মধ্যে বৈধ হিসেবে বিটকয়েনের ব্যবহার শুরু হবে।

news24bd.tv / নকিব