দিনাজপুর কারাগারে স্ত্রী হত্যা দায়ে আসামির মৃত্যুদণ্ড কার্যকর

দিনাজপুর কারাগারে স্ত্রী হত্যা দায়ে আসামির মৃত্যুদণ্ড কার্যকর

অনলাইন ডেস্ক

দিনাজপুর জেলা কারাগারে স্ত্রী হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি আব্দুল হকের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আব্দুর হক রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ভক্তিপুর চৌধুরীপাড়ার মৃত আছির উদ্দিনের পুত্র।  

বুধবার দিবাগত রাত ১২টা ১মিনিটে জেলা কারাগারের নির্ধারিত স্থানে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনের উপস্থিতিতে উক্ত মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে।

এ সময় রাজশাহী কেন্দ্রীয় কারাগার হতে যাবজ্জীবন সাজা প্রাপ্ত এক বন্দি জল্লাদ হিসেবে নিয়োজিত ছিলেন।

দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেনের হাত থেকে লাল রুমাল ফেলে সংকেতের সাথে সাথে ঐ জল্লাদ আসামি আব্দুল হকের ফাঁসি সম্পন্ন করেন।

জানা যায়, আসামি আব্দুল হক তার স্ত্রী হত্যার দায়ে রংপুরের মিঠাপুকুর থানায় ৯ ফেব্রুয়ারি ২০০২ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। পরে ২০০৭ সালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ রংপুরের বিজ্ঞ বিচারক মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে আসামি উচ্চ আদালতে গেলেও উক্ত ফাঁসির আদেশ বহল থাকে।

 

news24bd.tv / কামরুল