ঢাকা মেডিকেলে  ২৪ দালাল গ্রেপ্তার

ঢাকা মেডিকেলে ২৪ দালাল গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাবের অভিযানে ২৪ গ্রেপ্তারকৃত দালালকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কয়েক ঘণ্টাব্যাপী এই অভিযান চালানো হয়।

ঢাকা মেডিকেলে দালালদের এই ব্যবসা দীর্ঘদিনের। চিকিৎসা নিতে আসা রোগীদের বুঝিয়ে অন্য বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে সেসব দালালদের বিরুদ্ধে।

আর সেই অভিযোগের ভিত্তিতেই র‌্যাব-৩ এই অভিযান চালায়। এতে ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী হাকিম পলাশ কুমার বসু।

তিনি জানান, “ঢাকা মেডিকেলের চিকিৎসা ব্যবস্থাও অনেক ভালো। কিন্তু এই দালালরা রোগীদের এই সেবা গ্রহণে বাধা দেয়।

আমরা প্রাপ্ত অভিযোগের ভিত্তিতেই র‌্যাব-৩ এবং হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় আজ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি।

“ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, তারা বিভিন্ন সেবা নেওয়ার জন্য ঢাকা মেডিকেলে আসেন। কিছু দালাল তাদের ভুল বুঝিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে কম খরচে উন্নত চিকিৎসার লোভ দেখিয়ে নিয়ে যায়। ”

গ্রেপ্তারকৃত ২৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পলাশ বসু।

news24bd.tv/এমিজান্নাত