বরিসকে অবশ্যই আইনের শাসন মানতে হবে:  ইইউ

বরিসকে অবশ্যই আইনের শাসন মানতে হবে: ইইউ

অনলাইন ডেস্ক

বরিস জনসনকে উত্তর আয়ারল্যান্ডের জন্য ব্রেক্সিট-পরবর্তী ব্যবস্থা পুরোপুরি বাস্তবায়নের মাধ্যমে আইনের শাসনের প্রতি সম্মান জানাতে হবে বলে জানিয়েছেন জি-৭ শীর্ষ সম্মেলনের আগে ইইউ নেতারা ।

ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল বলেছেন, প্রধানমন্ত্রীর আচরণ ইইউ সদস্য দেশগুলির প্রতি উদ্বেগকে বাড়িয়ে তোলে।


আরও পড়ুন

নতুন প্রজাতির ৯৮ ফুট দীর্ঘ ডাইনোসরের সন্ধান অস্ট্রেলিয়ায়

কম ভাড়ায় ৪ বিভাগে পুলিশ বাস সার্ভিসের যাত্রা শুরু আজ

আগের প্রেমিকার ঘরেও ছেলে আছে যশের, জানুন নুসরাত-যশের অজানা কাহিনী

জনসম্মুখে থাপ্পড় খেয়ে যা বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ


তিনি বলেন, আমরা যা সিদ্ধান্ত নিয়েছি তা বাস্তবায়ন করতে হবে। কারণ এটি আইনের শাসনের প্রশ্ন।

আজ বৃহস্পতিবার কর্নওয়াল পৌঁছে যাওয়া মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সাথে আন্তর্জাতিক আইনী আদেশের প্রতি শ্রদ্ধা জানান। যুক্তরাজ্য এবং ইইউর মধ্যে চুক্তিটি সম্মানের হবে বলে আশা করা হচ্ছে।

news24bd.tv/এমিজান্নাত