মালালাকে হত্যার হুমকি  : মুফতি গ্রেপ্তার

মালালাকে হত্যার হুমকি : মুফতি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের নারী শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজায়ীকে হুমকি দেওয়ায় উত্তরপশ্চিম পাকিস্তানের এক মুসলিম ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্প্রতি ব্রিটিশ ভোগ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মালালার বক্তব্যের পর তাকে হামলা করতে মানুষকে উসকে দিয়েছিলেন ওই ধর্মীয় নেতা।  

পরে বুধবার (৯ জুন) সন্ত্রাসবাদবিরোধী আইনে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আলেম মুফতি সরদার আলী হাক্কানিকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:


দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু-শনাক্ত বাড়ল

লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনের তারিখ ঘোষণা

তিন সংসদীয় শূন্য আসনের উপ-নির্বাচনের তারিখ পরিবর্তন

পাকিস্তানি সিরিয়ালে বাংলা ভাষার গান ভাইরাল (ভিডিও)

সামাজিকমাধ্যমে ছড়িয়েপড়া ভিডিওতে তাকে বলতে দেখা গেছে, পেশওয়ারে একটি মাহফিলে মালালার বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করে তোলেন এ মুফতি।

এই নারী অধিকারকর্মীকে হামলা করতে লোকজনকে আইন হাতে তুলে নিতে বলেছেন তিনি।

ওয়াজে মুফতি সরদার বলেন, মালালা যখনই পাকিস্তানে আসবেন, তখন আমিই প্রথম তার ওপর আত্মঘাতী হামলার চেষ্টা করব।

news24bd.tv/আলী