অদ্ভুত নবজাতককে গ্রহণে অস্বীকৃতি বাবা-মায়ের

অদ্ভুত নবজাতককে গ্রহণে অস্বীকৃতি বাবা-মায়ের

অনলাইন ডেস্ক

অদ্ভুত মুখাকৃতির এক নবজাতকের জন্ম হয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে । বৃহস্পতিবার (১০ জুন) ভোর রাতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটি ভূমিষ্ঠ হয়।

শিশুটির নাক ও চোখ নেই। মুখের আকারও বিকৃত।

মাথার উপর বড় আকারের একটি টিউমারের মতো রয়েছে।  

অস্বাভাবিক সন্তান হওয়ায় তাকে নিতে অপারগতা প্রকাশ করে তার অভিভাবকরা। আপাতত তাকে নবজাতক ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা।

বর্তমানে নবজাতকের মা মুন্নী লেবার ওয়ার্ডে এবং শিশুটি শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু-শনাক্ত বাড়ল

লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচনের তারিখ ঘোষণা

তিন সংসদীয় শূন্য আসনের উপ-নির্বাচনের তারিখ পরিবর্তন

পাকিস্তানি সিরিয়ালে বাংলা ভাষার গান ভাইরাল (ভিডিও)

হাসপাতালের এ্যানেসথিয়া চিকিৎসক ডা. সজল পান্ডে সাংবাদিকদের জানান, বিকৃত মুখমণ্ডলের শিশুটি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ভূমিষ্ঠ হয়। শিশুটিকে তার অভিভাবকের কাছে দেওয়া হলে তাৎক্ষণিক তারা গ্রহণে অস্বীকৃতি জানান। বর্তমানে শিশুটিকে নবজাতক ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

news24bd.tv/আলী