রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে নতুন আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (১১ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে এই ১৫ জনের মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস।

সাইফুল ফেরদৌস জানান, যে ১৫ জনের মৃত্যু হয়েছে তারমধ্যে রাজশাহীর ৮, চাঁপাইনবাবগঞ্জের ৬ ও নাটোরের ১ জন রয়েছে।

তিনি আরও জানান, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের পরীক্ষা হয়েছে ৩৭৩ জনের আর শনাক্ত হয়েছে ১৪৩ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮.৩৩ শতাংশ।

আরও পড়ুন


হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় ইসরাইলি সামরিক বিমানবন্দর

অসাধারণ মেয়েগুলোকে পরিবারের বোঝা বানিয়ে দিলো

সুযোগ পেলে নায়ক হিসেবে অভিনয় করতে রাজি বেরোবি উপাচার্য কলিমউল্লাহ

রেলমন্ত্রী সুজনের বিয়ে নিয়ে আরও কথা


তিনি আরও বলেন, রামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ২৯৭ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ১৫ জন।

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।

এদিকে আজ শুক্রবার (১১ জুন) বিকেল ৫টা থেকে ১৭ তারিখ মধ্যরাত পর্যন্ত রাজশাহীতে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসন।

news24bd.tv আহমেদ